অপারেশন রেডব্যাক মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্রপথে অপরাধ মোকাবেলা এবং সমুদ্রে অসহায় মানুষদের জীবনের ঝুঁকি নেয়া রোধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশন।
অপারেশন রেডব্যাকের মধ্যে রয়েছে মালাক্কা প্রণালীতে মালয়েশিয়া কোস্টগার্ডের টহল, এবং সমুদ্রপথে অবৈধ কার্যকলাপ সনাক্তকরণ, প্রতিরোধ এবং সেগুলোকে ব্যাহত করার সক্ষমতা জোরদার ও পরিমার্জন করার জন্য স্থানীয় সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা। সামুদ্রপথে অপরাধ একটি চলমান হুমকি এবং বৈশ্বিক সমস্যা।
একসাথে কাজ করার মাধ্যমে, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া এই অপরাধীদের কার্যক্রম অব্যাহতভাবে কঠিন করে তুলতে পরস্পরকে সহযোগিতা করে।
অবৈধ নৌকা যাত্রায়
গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেবেন না
এই নৌকা যাত্রা বিপজ্জনক। অবৈধপথে নৌকা যাত্রায় গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেবেন না।
মানব পাচারকারীরা মিথ্যে কথা বলছে। এই অপরাধীরা অসহায় মানুষকে শোষণ করে এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আদায় করে। আপনার টাকা পাওয়ার জন্য তারা যা খুশি বলবে এবং পুরো যাত্রা জুড়ে অতিরিক্ত টাকা পয়সা দাবি করতে থাকবে।
নৌকাগুলি সমুদ্রের চলাচলের অযোগ্য এবং এই যাত্রা বিপদসংকুল। আপনি কখনই গন্তব্যে পৌঁছাতে পারবেন না।
বেআইনি কার্যকলাপ এবং মানব পাচারকারীদের বিষয়ে রিপোর্ট করুন
কর্তৃপক্ষের কাছে
আপনার কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করুন৷ সমুদ্রপথে বেআইনি কার্যকলাপ বা মানব পাচারকারী সিন্ডিকেটের বিষয়ে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন অথবা
019-2611833 কিংবা 999.
নম্বরে হটলাইনে কল করুন।